“সমবায় অর্থায়নে, একবিশ্ব গড়ি” প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৪ তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল(ডিগ্রি) মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রেডিট ইউনিয়নের জাতীয় সংগঠন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) এর “খ” অঞ্চল পরিচালক ওয়াজেদ আলী খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা সমবায় অফিসার জহুরুল আমীন,কালব লি: কুষ্টিয়ার সহকারী জেলা ব্যবস্থাপক আনিছুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন,ট্রেজারার শাহিনুর ইসলাম,ডিরেক্টর কামরুজ্জামান ও তাওহীদ হোসেন পিয়াস,উপজেলা ব্যবস্থাপক মুনতাজ আলী,প্রোগাম এসিষ্ট্যান্ড ওমর ফারুক,মিরপুর নতুন বাসষ্ট্যান্ড বাজার কমিটির সভাপতি গোলাম কিবরিয়া,বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির হিমু সহ মিরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সদস্যবৃন্দ। সভায় ১৩তম বার্ষিক সাধারন সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন করা হয়।
এছাড়া ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ,২০২৩-২০২৪ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব নিকাশ পেশ ও অনুমোদন, নিরীক্ষা সংশোধনী প্রতিবেদন পেশ ও অনুমোদন,২০২৩-২০২৪ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৪- ২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।ক্রেডিট ইউনিয়নের ঋণ নীতিমালা পরিবর্তন ও সর্বোচ্চ ঋণ সীমা নির্ধারণ প্রসঙ্গে আলোচনা করা হয়।২০২৪ – ২০২৫ অর্থ বছরের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা পেশ ও অনুমোদন,খেলাপী সদস্যদের প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় সদস্যদের প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়।সভা শেষে সদস্যের মধ্যে উপস্থিত লটারী ড্র করে পুরস্কার বিতরণ করা হয়।

Discussion about this post