Print Date & Time : 6 July 2025 Sunday 2:35 am

মিরপুর থানা পরিদর্শনে কুষ্টিয়ার এসপি

কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম বুধবার (৮ জুন/২২) মিরপুর থানা পরিদর্ন করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে থানায় আসার পর পুলিশ সুপারকে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা স্বাগত জানান। এরপর তাঁকে সশন্ত্র সালাম দেওয়া হয়। এসময় মিরপুর  থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা থানার ইন্সপেক্টর (তদন্ত) তুহিন মন্ডলসহ মিরপুর সকল  পুলিশ অফিসার ও কনেষ্টবল উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ৯,২০২২//