Print Date & Time : 23 August 2025 Saturday 6:49 pm

মিরপুর পৌর বিএনপি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

মারফত আফ্রিদী, মিরপুর : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, দলীয় কোন কমিটিতে অন্য দলের কাউকে নেওয়া যাবে না। বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরের কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগদান করানো যাবে না।

পৌর বিএনপি’র পরিচিতি সভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

সোমবার দুপুরে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত উক্ত পরিচিতি সভায় বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুর সঞ্চালনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মতিনুল হক খাঁন হিরু চৌধুরী, শহীদুল আলম বিশ্বাস, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, বিএনপি নেতা হাফিুজুর রহমান বাবু, বিল্লাল হোসেন, আজাদুর রহমান আজাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পল্টু মন্ডল, হাসান আলী প্রমুখ।