Print Date & Time : 5 May 2025 Monday 3:53 am

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আশরাফুল আলম হীরা প্রমুখ।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকের উচিৎ নিজেরা উদ্যোগী হয়ে এই বর্ষা মৌসুমে অন্ততঃ একটি-দুটি গাছের চারা রোপন করা। 

এবি//দৈনিক দেশতথ্য বাংলা//জুলাই ১৭,২০২৩//