মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।
এ সময়ে ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি জমির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সদস্য মজিদ জোয়ার্দ্দার, আহসান হাবিব উজ্জ্বল, শেফাদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পূর্বে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৩//

Discussion about this post