কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বাবলু রঞ্জন বিশ্বাস ১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রিমন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে বাবলু রঞ্জন বিশ্বাস ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী কা ন কুমার হালদার পেয়েছেন ৯ ভোট।
সহ-সভাপতি পদে অধ্যাপক আব্দুস সালাম ১৭ ভোট ও জমির উদ্দিন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী মজিদ জোয়ার্দ্দার পেয়েছেন ১১ ভোট। প্রচার ও দপ্তর সম্পাদক পদে কুদরতে খোদা সবুজ ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহিদ হাসান জিহাদ পেয়েছেন ১০ ভোট।
নির্বাহী সদস্য পদে আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার ২০ ভোট ও হাজী আছাদুর রহমান বাবু ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী মিলন আলী পেয়েছেন ৯ ভোট। এছাড়াও সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর মন্ডল, কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান এবং সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মালেক জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন দায়িত্ব পালন করেন। ফলাফল ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন আর রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৭ জানুয়ারি ২০২৩

Discussion about this post