Print Date & Time : 24 August 2025 Sunday 10:47 pm

মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লারেব ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ক্লাব কার্যালয়ে গুণী সাংবাদিক সংবর্ধনা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা সব-রেজিষ্ট্রার রাসেল মল্লিক,জেলা পরিষদের সদস্য মিরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জুবায়ের রিগান, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সহ সভাপতি জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, সদস্য হুমায়ূন কবির হিমু, মজিদ জোয়ার্দ্দার, মারফত আফ্রিদী, আশরাফুল আলম হীরা, শেফাইদুল ইসলাম চান্নু, জাহিদ হাসান জিহাদ, আবু হেনা মস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 এ সময়ে  গুনী সাংবাদিক হিসেবে প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার ও কাঞ্চন কুমার হালদারকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ডিসেম্বর ২০২৩