মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা শুক্রবার (৫ আগষ্ট)সকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন করেন অর্থ-সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম।
এ সময়ে ক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, দপ্তর ও প্রচার সম্পাদক ফিরোজ আহাম্মেদ, নির্বাহী সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সদস্য হুমায়ূন কবির হিমু, আহসান হাবীব উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার।
সভায় ক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও সংযোজন এবং নতুন সদস্য অন্তরভুক্তকরণে যাচাই-বাচাই কমিটি গঠন করা হয়। এছাড়াও ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//৫ আগষ্ট-২০২২