কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবঃ) ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলা পরিষদের সদস্য দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দেশতথ্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল বারী, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম।
প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় বক্তব্য রাখেন ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ রাজিব, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, সাংবাদিক মিলন আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার। এ সময়ে মিরপুর নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছালেহ আহাম্মেদ, মিরপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল মজিদ, সুলতানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওয়হাব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক আ ফ ম নুরুল কাদের, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, যুগ্ম-সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক ফিরোজ আহাম্মেদ, ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মারফত মল্লিক, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, সাংবাদিক শেফাইদুল ইসলাম চান্নু, আলম মন্ডল, আশিক আলী, আশরাফুল আলম হীরা, হাফিজুল ইসলাম, রফিকুল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিলাল হোসেন। এ সময়ে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের পক্ষ থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবঃ) অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ প্রেসক্লাবকে উপহার স্বরুপ একটি কম্পিউটার প্রদান করেন।
এবি//দৈনিক দেশতথ্য//১ মার্চ, ২০২২//

Discussion about this post