
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৭ মার্চ-২০২২ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, দপ্তর ও প্রচার সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সদস্য জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।পরে প্রেসক্লাব কার্যালয়ে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচসা সভা ও কেক কাটা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৭,২০২২//

Discussion about this post