Print Date & Time : 25 August 2025 Monday 4:35 pm

মিরপুর প্রেস ক্লাবে জাসদ নেতার মতবিনিময়

কুষ্টিয়ার মিরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি বাবলু রঞ্জনের বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জমির উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মারফত আফ্রিদী, সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, প্রচার সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আব্দুল মালেক জোয়ার্দ্দার, শেফাদুল হক চান্নু, আশরাফুল ইসলাম হিরা প্রমুখ।

উল্লেখ্য চীনে এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে হাসানুল হক ইনু এমপি’র সফর সঙ্গী হয়েছিলেন জাসদ নেতা আহাম্মদ আলী। তিনি (আহাম্মদ আলী) সাংবাদিকদের সাথে চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৪,২০২৩//