Print Date & Time : 11 July 2025 Friday 7:02 am

. মিরপুর বাজারে নৌকার লিফলেট বিতরণ করলেন ইনু

॥ কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য-হাসানুল হক ইনুর এমপি নৌকা প্রতিকের লিফলেট বিররণ করেছেন। গতকাল রবিবার দুপুরে তিনি বাজারের প্রতিটি দোকানদারের হাতে লিফলেট দিয়ে নৌকায় ভোট চেয়েছেন।

এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ও মিরপুরের মেয়র আলহাজ এনামূল হক মালিথা, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আর মতিন লোটাস, পৌর যুবলীগের আহবায়ক হাসানুর খান তাপস প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন জাসদ ও আওয়ামীলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রুবেল//সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৪,২০২৩//