সভাপতি বাবলু- সম্পাদক মারফত
মিরপুর (কিুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর পৌরসভাধীন মিরপুর বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি’র সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মায় মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লীদের উপস্থিতিতে সাধারন সভা ও আয়-ব্যয় হিসাব শেষে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
সভায় মসজিদ কমিটির সভাপতি হাজী জিয়ানুল হক খান (বাবলু) চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মারফত আফ্রিদীর সঞ্চালনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, কোষাধ্যক্ষ মোঃ দবির উদ্দিন।
আয়-ব্যয়ের হিসাব ও সাধারন সভা শেষে মুসল্লীদের সর্বসম্মতিক্রমে মিরপুর বাজার জামে মসজিদ কমিটিতে পূনরায় জিয়ানুল হক খান (বাবলু) চৌধুরী সভাপতি ও মারফত আফ্রিদীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে সহ-সভাপতি মোঃ আসকর আলী, মোঃ আব্দুল কাদের মালিথা, হাজী মোঃ শফিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ দবির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম (মিরুজ), হিসাব রক্ষক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য খাইরুল বাশার, মোঃ আসান আলী ও মোঃ মফিদুল হক। এছাড়ও মোঃ আব্দুর রাজ্জাক (রাজন), মোঃ আব্দুল ফরিদ, মোঃ খোকন আলী, ফারহাদ ফুয়াদ, মোঃ আব্দুর রহমান ও মোঃ দিদার আলীকে সাধারন সদস্য করে দুই বছর মেয়াদী ১৮ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//০৮ এপ্রিল,২০২২//

Discussion about this post