Print Date & Time : 5 July 2025 Saturday 4:09 pm

মিরপুর মহিলা কলেজে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মারফত আফ্রিদী, মিরপুর প্রতিনিধি : মিরপুর মহিলা ডিগ্রী কলেজের আইসিটিতে দক্ষতা বৃদ্ধি ও সেবা গ্রহণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুদানে পরিচালিত প্রকল্পের অধীনে
মিরপুর মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মিরপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমানের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও মিরপুর পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক জমির উদ্দিন।

দৈনিক দেশতথ্য//এল//