Print Date & Time : 24 August 2025 Sunday 4:00 pm

মিরপুর হানাদারমুক্ত দিবস পালন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বে-সরকারি, আধা-সরকারি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বর থেকে এক বিশাল বিজয় র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহীদদের স্মরণে স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, মিরপুর থানার পুলিশ পরিদর্শক শুভ্র প্রকাশ দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার আমজাদ হোসেন, জলিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ আল মুজাহিদ হোসেন মিঠু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল্লাহ-আল-মতিন লোটাস।