Print Date & Time : 5 July 2025 Saturday 4:07 pm

মিরপু‌রে উপজেলা জাসদের উদ্যোগে পতাকা মিছিল

মিরপুর প্রতি‌নি‌ধি: ২৩ মার্চ ১৯৭১ ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন জয় বাংলা বাহিনীর উপ-প্রধান জনাব হাসানুল হক ইনু।দিবসটি উদযাপন উপলক্ষে মিরপুর উপজেলা জাসদের পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে‌ছে। মিছিল‌টি মঙ্গলবার বেলা ১১টার সময় মিরপুর উপজেলা জাসদ কার্যালয় হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বর হয়ে জাসদ কার্যালয়ে এসে শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মারফত আলী মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দীন চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গনি, বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন কবিরাজ, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম,সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিলন, কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর আলী,ছাতিয়ান ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আব্দুল জলিল, মিরপুর উপজেলা জাসদের সদস্য মোঃ আব্দুল হামিদ, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান মন্টু, চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক,পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তী, মিরপুর পৌর জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক নাসির উদ্দীন টোকন,সদরপুর ইউনিয়ন জাসদের সভাপতি সাবদার হোসেন মেম্বার,ফুলবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি মিজানুর রহমান মিজান, ধবাইল ইউনিয়ন জাসদের অন্যতম নেতা মোঃ জালাল উদ্দীন মেম্বার, বারুইপাড়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা জিয়াউর রহমান জিয়া,জাতীয় নারী জোট মিরপুর উপজেলা শাখার সভাপতি মোছাঃ সুফিয়া খাতুন, জাতীয় নারী জোট মিরপুর পৌর শাখার সভাপতি মোছাঃ শেফালী খাতুন, নারী নেত্রী মোছাঃ লিপি খাতুন, মোছাঃ রোমা খাতুন, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সভাপতি নাজমুল হোসেন, সহ- সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা, সাধারন সম্পাদক আল- আমীন ইসলাম সহ বি‌ভিন্ন নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//