মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আয়াত হোসেন (১৭) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
শুক্রবার (০৫ অগাস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।
চমেক হাসপাতালের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রণয় কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগ থেকে আহত আয়াতকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। তার মাথায় আঘাত ছিল, মাল্টিপল ট্রমাসহ বিভিন্ন সমস্যা ছিল তার। নিহত আয়াত হাটহাজারীর উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই মীরসরাইয়ের বড়তাকিয়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//

Discussion about this post