Print Date & Time : 1 May 2025 Thursday 8:04 am

মির্জাগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল গণি (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) ভোররাতে উপজেলার মজিদবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল গণি মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল দুপুরে খাবার কিনে দেওয়ার কথা বলে ওই শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নেয় গণি। পরে মুখ চেপে ধরে তাকে একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে গণি পালিয়ে যায়।

পরে ১৬ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।