Print Date & Time : 11 September 2025 Thursday 10:33 pm

মির্জানগরে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগরের  বসতবাড়ি গোরস্থান স্কুল কলেজ ও ফসলি জমি হুমকির মুখে ।  ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেয়ার দাবিতে রবিবার বিকালে মির্জানগর নদীর পাড়ে  এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম মন্টু ও স্থানীয় ওয়ার্ড সদস্যরা।

এলাকাবাসী বলেন গত বছর পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন ঠেকাতে বালির বস্তা ফেলে ভাঙ্গন বন্ধ করেছিলো, তারা আরও অভিযোগ করে বলেন পানি উন্নয়ন বোর্ড এর সাথে এলাকার কিছু বালি ব্যবসায়ীরা বালি নিজেদের সুবিধা মত যায়গায় ফেলার ফলে ২৫ বিঘা জমির ধান নষ্ট করেছে এবং নদীর কিছু অংশ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এখন গোরস্থান বসতবাড়ি ও স্কুল কলেজ ভাঙ্গনের হুমকিতে পড়েছে। এলাকাবাসী সরকারের কাছে দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।     

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশিদুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের ড্রেজিং এর কোনো কাজ চলছে না, তবে কারা বালি তুলছে ড্রেজার দিয়ে তিনি সঠিক বলতে পারেননি । তবে কেনো নদী ভাঙ্গন হচ্ছে বিষয়টি দেখা হবে বলে জানান।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ০২,২০২৩//