মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর ( টাঙ্গাইল) সংবাদদাতা:
ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি তিন দিন ব্যাপি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে মির্জাপুর থেকে মাদক মুক্ত করার জন্য মাহফিলে আসা ধর্মপ্রাণ মুসুল্লিসহ মা-বোন এবং সকল অভিভাবকদের সহায়তা চেয়েছেন।
টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) থেকে মির্জাপুর ক্রীড়া সংস্থা ভবন সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিন দিন ব্যাপি ঐতিহাসকি তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ।
টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ হাফেজ মাওলানা শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দেশ বরেন্য তরুন মোটিভেশনাল ইসলামিক আলোচক আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।
বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মনোয়ার হোসাইণ মনির ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। দ্বিতীয় দিন আজ শনিবার প্রধান বক্তা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ ঢাকা। প্রধান অতিথি থাকবেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
শেষের দিন আগামীকাল রবিবার প্রধান বক্তা থাকবেন হাফেজ মাওলনা হাসান জামিল, প্রিন্সিপাল দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসা ও খতিব বাইতুস মামুর জামে মসজিদ, নিউমার্কেট, ঢাকা।
প্রধান অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।প্রধান অতিথির বক্তৃতায় খান আহমেদ শুভ এমপি আরও বলেন, আজকের শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাদের দীন ইসলাম, কোরআন, হাদিস ও সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ নজন্য সকল মুসুল্লি, মা বোন ও অভিভাবকদের সচেতন হতে হবে।
এ সময় মির্জাপুরে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন, মুহতাতিম হযরত মাওলনা বদিউজ্জামান এবং সাধারন সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপি ইসলামী ঐতিহাসিক এই মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্য ওলামায়ে আলেমগন দীন ও ইসলামের উপর ওয়াজ করবেন। আগামীকাল রবিবার মাহফিল শেষ হবে বলে আয়োজকগন জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post