বেসরকারী ফলাফলে আওয়ামী লীগের তিন জন এবং বিএনপির মোড়কে তিনজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর, ভাওড়া, লতিফপুর, বহুরিয়া, আজগানা এবং তরফপুর এই ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে আওয়ামী লীগের তিন জন এবং বিএনপির মোড়কে স্বতন্ত্র তিন জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত নারী আসনে ৫৯ জন এবং সাধারন আসন পুরুষ মেম্বার পদে ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছিলেন।
নির্বাচিতরা হলেন ফতেপুর ইউনিয়নে আওয়ামীলীগের মো. আব্দুর রউফ (নৌকা), বহুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের মো. আবু সাইদ মিয়া ছাদু (নৌকা), আজগানা ইউনিয়নে আওয়ামীলীগের মো. আব্দুল কাদের সিকদার (নৌকা), ভাওড়া ইউনিয়নে বিএনপির মোড়কে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ (ঘোড়া), লতিফপুর ইউনিয়নে বিএনপির মোড়কে স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন রনি (মোটর সাইকেল) এবং তরফপুর ইউনিয়নে বিএনপির মোড়কে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজ রেজা (মোটর সাইকেল)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানিয়েছেন, ছয়টি ইউনিয়নে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ, আনসার, এপিবিএন, র্যাব ও স্টাইকিং ফোর্সসহ ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নিরলস ভাবে কাজ করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৫,২০২২//