বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প মন্ত্রনালয়ের অধিনে প্রায় ৩০০শ কোটি টাকা ব্যয়ে ৪৯ একর জমিতে নির্মান হচ্ছে বিসিক শিল্পপার্ক (শিল্প নগরী)। মির্জাপুরের এই শিল্প নগরীতে প্রায় ১০ হাজার কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অগ্রাধিকার পাবে নারীরা। দ্রুত এগিয়ে চলছে নির্মান কাজ। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এবং উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেছেন, বিসিক শিল্পপার্ক মাননীয় প্রধান মন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প। মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকায় এর নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে।
রবিবার (৬ মার্চ) বিসিক শিল্পপার্ক স্থাপন প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেন এবং সহকারী প্রকৌশলী মো. মানিউর রহমান জানান, এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে ব্যায় হবে ৩০০ কোটি টাকা। ৪৯ দশমিক ৩৫ একর জমির উপর বিসিক শিল্প পার্ক (শিল্প নগরী) স্থাপনের কাজ শুরু হয় ২০১৬ সালে। এর মধ্যে জমি অধিগ্রহন বাবদ ২শ ৯৫ কোটি ৭৫ লাখ টাকা এবং রাজস্ব খাতে স্থাপনা নির্মান এক কোটি ২৭ লাখ টাকা। বাকী টাকা অন্যান্য খাতে ব্যয় হবে। ইতোমধ্যেই জমি অধিগ্রহন, ক্ষতিগ্রস্থ্য পরিবার এবং জমির মালিকদের ক্ষতি পুরনসহ অন্যত্র সরিয়ে দিয়ে জমির উপর মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। বিসিক শিল্পপার্ক নির্মান কাজ শেষ হলে এখানে ২৭১ টি প্লটসহ প্রায় ১০ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের কর্মসংস্থান হবে।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশানর ( ভুমি) মীর্জা জুবায়ের হোসেন বলেন, এখানে শিল্পপার্ক স্থাপনের ফলে ক্ষতিগ্রস্থ ও উপকারভোগি পরিবারের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে নারী উত্তোক্তরা। এখানে খাদ্য, নিটিং এন্ড ডাইয়িং, গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন হবে। আশা করা হচ্ছে ২০২৪ সালের মধ্যে বিসিক শিল্পপার্ক নির্মান কাজ শেষ হবে। বিসিক শিল্পপার্ক স্থাপন এলাকার সরকারী জমির উপর যারা দীর্ঘ দিন বসবাস করেছেন জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় তাদের সরিয়ে দেওহাটা এলাকায় বিনামুল্যে জমিসহ ঘর নির্মান করে দেওয়া হচ্ছে। এখানে আশ্রয় পাচ্ছেন ৩০ টি পবিরার।
এর আগে গত বুধবার (২ মার্চ) জেলা প্রষাসক ড. মো. আতাউল হগনি গোড়াই মমিননগর এলাকায় শিল্পপার্ক স্থাপন এরাকা পরিদর্শন করে এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, টাঙ্গাইলের ল্যান্ড অফিসার (এলও) মো. মাহমুদুল রাসেল, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, বিসিক শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. আতাউল গনি বিসিক শিল্প নগরী স্থাপন এলাকার ক্ষতিগ্রস্থ্য পরিবার এবং উপকার ভোগি পরিবারের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।

Discussion about this post