মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :টাঙ্গাইলের মির্জাপুরে তিন নং ফতেপুর ইউনিয়নে ভোট দিতে এসে সুকুমার সরকার (৬৮) নামে এক ব্যক্তি অসুস্থ্য হয়ে ভোট কেন্দ্রেই মারা গেছেন। তার পিতার নাম শিরমনি সরকার। গ্রামের বাড়ি থলপাড়া বৈলানপুর গ্রামে। এদিকে মির্জাপুরে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতিতে ছয়টি ইউনিয়নে ৫৯ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহন শেষ হয়েছে। আজ বুধবার (১৫ জুন) উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে প্রশাসনের কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি। এভিএমে ভোট হওয়ায় ভোটারগন সমস্যার কথা জানিয়েছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শরিফা বেগম জানান, উপজেলার ফতেপুর, ভাওড়া, লতিফপুর, বহুরিয়া, আজগানা এবং তরফপুর এই ছয় ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত নারী আসনে ৫৯ জন এবং সাধারন আসন পুরুষ মেম্বার পদে ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হওয়ায় ১২৩২ জন ভোট গ্রহন কর্মকর্তা ভোট গ্রহন করছেন। নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যৌথ ভাবে কাজ করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানিয়েছেন, ছয়টি ইউনিয়নে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি ছিল। পুলিশ, আনসার, এপিবিএন, র্যাব ও স্টাইকিং ফোর্সসহ ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট কাজ করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন কঠোর নিরাপত্তা এবং নজরদারীর মধ্যে কাজ করে যাচ্ছেন। মির্জাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য কঠোর দিক নির্দেশনা ও তদারকি করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম মনসুর মুসা ও মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন প্রমুখ। রাতে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামীলীগের তিনজন এবং বিএনপির মোড়কে স্বতন্ত্র তিনজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে জানা গেছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post