Print Date & Time : 21 April 2025 Monday 11:08 am

মির্জাপুরে অতিরিক্ত সচিবের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

বন ও পরিবেশ এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের ডিজি (অতিরিক্ত সচিব) মো. রেজাউল হক সেলিমের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর এবং লুটপাটের ঘঁনা ঘটছে।ে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল ঘটনার প্রতিবাদ করায় তাকেসহ মামলার বাদীকে সন্ত্রাসী বাহিনী হুমকি দিয়ে যাচ্ছে। এব্যাপারে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছনে।
আজ বৃহস্পতিবার (২১অক্টোবর) অতিরিক্ত সচিব মো. রেজাউল হক সেলিমের মামা মো. লুৎফর রহমান খান জানান, পরিবার নিয়ে তিনি ওয়ার্শি গ্রামের বাড়িতে বসবাস করেন। এলাকার বিরোধকে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর আমতলী মোয়াজ্জেম, মালেক, আজিম, রুবেল, বিপ্লব, রাজিব, আসলাম, নাছির ও মিঠু এবং নাছির, সাজ্জাত, রায়হান, ও রঞ্জন গ্র“পের মধ্যে আধপিত্ত বিস্তার নিয়ে মারামারী হয়। এর জের ধরে কিছু লোকজন প্রতিপক্ষের হামলার ভয়ে তাদের বাড়িতে আশ্রয় নেয়।
এ সময় ওই সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। ভাংচুরের পর তারা নগদ টাকা ও স্বর্নলংকার লুটে নেয়। বাড়ির লোকজন প্রাণে রক্ষা পেলেও তাদের হুমকিতে পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে তিনি বাদী হয়ে মির্জাপুর থানায় ১৯ অক্টোবর মামলা করেছেন। মামলার দেওয়ার পর থেকেই তিনি ও তার পরিবারকে প্রাণ নাশরে হুমকি দিয়ে যাচ্ছে ঐ সন্ত্রাসী চক্র।
এ ব্যাপারে ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল বলেন, এলাকার কিছু সন্ত্রাসী ত্রাসের সৃষ্টি করে মাঝে মধ্যেই নিরীহ পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটিয়ে আসছে। গত শনিবার এই গ্র“পের সদস্যরা অতিরিক্ত সচিব মো. রেজাউল হক সেলিমের বাড়িতেও হামলা ও ভাংচুর এবং লুটপাট করেছে। তিনি প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকেও নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আজিম, মোয়াজ্জেম ও মালেক গংদের সঙ্গে যোগাযোগ করা হলে আজিমের স্ত্রী সাথী বেগম বলেন বলেন, প্রতিপক্ষরাও আমাদের উপর হামলা করেছে। তিনি বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিলেও সে অভিযোগ এখন পর্যন্ত ডায়রীভুক্ত হয়নি। তাদের নামে অন্যায় ভাবে থানায় মামলা দেওয়া হয়েছে। হামলা, ভাংচুর ও লুটপাটের কথা তারা তিনি অস্বীকার করেন।
অতিরিক্ত সচিব মো. রেজাউল হক সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার মামা লুৎফর রহমান গ্রামের বাড়িতে থাকেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাড়ি ঘরে কিছু লোকজন হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে তার মামা লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছিরুজ্জামান ও উপ পরিদর্শক মাহফুজুর রহমান বলনে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করছে।ি গ্রাম্য শালিসসহ বিভিন্ন বিষয়ে এলাকায় বিরোধকে কেন্দ্র করে হামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
মীর আনোয়ার হোসেন টুটুল//২১-১০-২০২১