মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে ডেভিল হ্যান্ট অপারেশনে উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদকসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার হয়েছে।
গত জুলাই-আগস্টে কোঠা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা, ভাংচুর, নাশকতা, অগ্নিসংযোগসহ লুটপাটের বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে আজ মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানিয়েছেন। বিভিন্ন মামলায় পলাতক অপর আসামীদের গ্রেফতারে পুলিশ চিরুনি অভিযান অব্যাহৃত রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।
আজ সোমবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অপরাধীদের ধরতে গত ৭ ফেব্রুয়ারি অন্তবর্তীকালিন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেভিল হ্যান্ট অপারেশন জারি করা হয়। ডেভিল হ্যান্ট অপারেশন জারি করার করার পর থেকেই অপরাধীদের ধরতে নরেচরে বসে আইন-শৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকীর দিক নির্দেশনায় মির্জাপুরে অপরাধীদের ধরতে চিরুনী অভিযান শুরু হয়। মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জহির জানান, ডেভিল হ্যান্ট অপারেশনে গত ১১ দিনে বিভিন্ন মামলায় পলাতক ৬ আসামীকে গ্রেফতার করা হয়।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে আজগানা এলাকা থেকে গ্রেফতার করা হয় উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফ মাহমুদ (৫০)) কে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ ফেব্রুয়ারি দুপুরে লতিফপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জুলহাস মিয়া (৫৬) গ্রেফতার করা হয়। ১২ ফেব্রুয়ারি বাসাইল পৌরসভার আওয়ামীলীগের সসভাপতি মো. মোস্তাফিজুর রহমান (৪৫) গ্রেফতার করা হয়। একই দিন গোড়াকি এলাকা থেকে উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল করিম মিয়া (৫৭) কে গ্রেফতার করা হয়। ১১ ফেব্রুয়ারি রাতে গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের এক নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. দুরন্ত মিয়া (২৭) এবং ১০ ফেব্রুয়ারি তরফপুর দক্ষিণ এলাকা থেকে তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. আব্দুর রহমান (২২) গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, ডেভিল হ্যান্ট অপারেশনে গত কয়েক দিনে বিভিন্ন মামলায় পলাতক ৬ আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামীলীগের নেতা। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে তাদরে এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন