Print Date & Time : 15 May 2025 Thursday 12:36 am

মির্জাপুরে অবৈধ ক্যারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:মৎস বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে অভিযানে মাছ শিাকরের জন্য অবৈধ চায়না দোয়ারী ক্যারেন্ট জাল আটকের পর পুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্টের বিচারক মো. আমিনুর ইসলাম বুলবুল।

এ সময় আব্দুর রাজ্জাক নামে এক মাছ শিকারীকে চায়না দোয়ারী জালসহ আটক করে ৬০০শ টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার (৩ জুলাই) মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুদিরপাড়া বিলে অবৈধ জাল উদ্ধার এবং পরে এগুলো পুড়িয়ে দেওয়া হয়। উদ্ধারকৃত চায়না দোয়ারী জালের দাম প্রায় দেড় লাখ টাকা বলে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. শরিফুল হক আকন্দ জানিয়েছেন।
উপজেলা ভূমি অফিস এবং মৎস অফিসের কর্মকর্তাগন জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে মির্জাপুর উপজেলার বিভিন্ন খাল বিলে এবং নদীতে এক শ্রেণীর অসাধু মৎস জীবিরা অবৈধ চায়না দোয়ারী ক্যারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। অবৈধ ভাবে মাছ শিকারের ফলে ডিম ওয়ালা মা মাছসহ মাছের পোনা অবাধে নিধন হচ্ছে। খবর পেয়ে আজ রবিবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুদিরপাড়া বিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রায় তিন হাজার মিটার চায়না দোয়ারী ক্যান্টে জাল জব্দসহ আব্দুর রাজ্জাক নামে এক মাছ শিকারীকে আটক করা হয়। পরে তাকে ৬০০শ টাকা জরিমনা করে ছেড়ে দেওয়া হয়।
এদিকে বিকেলে জব্দকৃত চায়না দোয়ারী ক্যারেন্ট জাল উপজেলা পরিষদ চত্তরের মৎস অফিসের সামনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. শরিফুল হক আকন্দ, সহকারী মৎস কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এবং বহুরিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. ফরহাদ আলী উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//