মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ড্রেজার ও বাংলা ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৭ জুন) মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি লৌহজং নদীর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান পারিচালনা করে নদী থেকে বালি উত্তোলনের বাংলা ড্রেজার জব্দ ও পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। অভিযানের খবর খবর পেয়ে বালি উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
এ সময় মির্জাপুর থানার পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটি চক্র বংশাই নদীর ফতেপুর, হিলড়া আদাবাড়ি, চাকলেশ্বর, গোড়াইল, গাড়াইল, ত্রিমোহান, বান্ধরমারা, যুগিরকোপা, কোদালিয়া, হাটুভাঙ্গা, আজগানা এবং লৌহজং নদীর গুনটিয়া, চুকুরিয়া, উফুলকী, ভাতগ্রাম, বহুরিয়া, নাগরপাড়া ও ওয়ার্শিসহ বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে ড্রেজার ও বাংলা ড্রেজার বসিয়ে বালি উত্তোলনে নেমেছে। ফলে নদীর তীর, আশপাশের ঘরবাড়ি, ফসলিজমি, রাস্তাঘাট, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিবিণœ স্থাপনা হুমকির মুখে পড়েছে।
এ ব্যাপারে নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, অবৈধ ভাবে যারা ড্রেজার ও বাংলা ড্রেজার বসিয়ে নদী থেকে বালি উত্তোলন করছে তাদরে অবশ্যই আইনের আওতায় আনা হবে। অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে তাদের এ অভিযান চলমান থাকবে।

Discussion about this post