Print Date & Time : 11 May 2025 Sunday 4:26 am

মির্জাপুরে অর্ধ শত বছরেও ব্রিজ নির্মাণ হয়নি

টাঙ্গাইলের মির্জাপুরে এলজিইডির অধিনে দেওহাটা-গেড়ামারা-ধানতারা রাস্তায় গেড়ামারা গ্রামের খালের উপর ব্রিজ নির্মান হয়নি স্বাধীনতার ৫১ বছরেও।

রাস্তার উপর পাশাপাশি দুটি নরবরে বাঁশের সাঁকোই চলচলের একমাত্র ভরসা পাঁচ উপজেলাবাসির। ফলে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসির দুর্ভোগের শেষ নেই।

বৃহস্পতিবার (৩০ জুন) বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা ঘুরে দেখা গেছে এলাকার জনগনের দুর্ভোগের চিত্র।

এলাকার মামুন মিয়া (৬৭), কোদরত আলী (৫৬), স্কুল শিক্ষক আলী হোসেন হোসেন (৫০) ও ওমর ফারুক (৪৩) অভিযোগ করেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে নয় নং বহুরিয়া ইউনিয়ন সবচেয়ে বেশী অবহেলিত। এলজিইডির অধিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক রোড দেওহাটা-গেড়ামারা-ধানতারা রাস্তাটি অত্যান্ত গুরুত্বপুর্ন। এই রাস্তা দিয়ে  কালিয়াকৈর, সাভার, আশুলিয়া, ধামরাই, সাটুরিয়া, মানিকগঞ্জ এবং মির্জাপুর উপজেলার দক্ষিানাঞ্চলের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার লোকজন প্রতিদিন যাতায়াত করে আসছে। স্বাধীনতার ৫১ বছরেও গেড়ামারা গ্রামের খালের উপর পাকা ব্রিজ নির্মান না হওয়ায় কৃষি নির্ভর এলাকার লোকজনের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই। ৩০-৪০ মাইল ঘুরে এলাকার লোকজনকে জেলা ও উপজেলা সদরের সঙ্গে যাতায়াত করতে হচ্ছে। তারা অভিযোগ করেছেন, নির্বাচন এলই চেয়ারম্যান-মেম্বার প্রার্থীগন এই খালের উপর পাকা ব্রিজ নির্মানের প্রতিশ্রæত দিয়ে ভোট নিয়ে থাকেন। নির্বাচন গেলে তারপর আর তাদের কোন খবর থাকে না। কেউ তাদরে কথা রাখেন না।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি আলহজ্ব আবুল কালাম আজাদ লিটন এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া ছাদু  বলেন, দেওহাটা-গেড়ামারা-ধানতারা রাস্তায় গেড়ামারা গ্রামের খালের উপর পাকা ব্রিজ নির্মানসহ এলাকার সুষম উন্নয়ন করে যাবো। ইতিমধ্যে জনগনের চলাচলের জন্য বাঁশের সাঁকো নির্মান করা হয়েছে। আশা করা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে উক্ত খালের উপর প্রায় চার কোটি টাকা ব্যায়ে পাকা ব্রিজ নির্মান কাজ শুরু হবে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশরী আরিফুর রহমান বলেন, দেওহাটা-গেড়ামারা-ধানতারা রাস্তাটির গেড়ামারা গ্রামের খালের উপর প্রায় তিন কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ে ৪২ মিটার পাকা ব্রিজ নির্মানের জন্য টেন্ডার হয়েছে। আশা করা হচ্ছে অল্প দিনের মধ্যে পাকা ব্রিজ নির্মানের কাজ শুরু হবে।

আর//দৈনিক দেশতথ্য//৩০ জুন-২০২২//