Print Date & Time : 10 May 2025 Saturday 11:59 pm

মির্জাপুরে অসহায় পরিবারকে অর্থ সহায়তা

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদে অসহায় এক পরিবারকে দশ হাজার টাকা তুলে দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার নের্তৃবৃন্দ।

শুক্রবার (৮ জুলাই) সকালে ঘুগি গ্রামে গিয়ে সমিতির নের্তৃবৃন্দ এ নগদ টাকা তুলে দেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাকার সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান আজাদ রহমান জানান, সম্প্রতি ঘুগি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোহাম্মদ আলী অকাল মৃত্যু বরন করেন। তিনি মারা যাওয়ায় তার দরিদ্র পরিবার ও স্ত্রী নাবালক দুই সন্তান নিয়ে চরম বিপাকে পরেন। ঈদ উপলক্ষে মির্জাপুর উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অসহায় এই পরিবারকে সামান্য অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে। ভবিষ্যতে যে কোন সামাজিক কাজে সমিতির পক্ষ থেকে সহায়তার চেষ্টা করা হবে বলে সমিতির সভাপতি মো. মঞ্জুর কাদের জানিয়েছেন।

এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর উপজেলা শাকার সাধারন সম্পাদক মোতাহার হোসেন, সহ সভাপতি আবুর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ খান, সহ সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক আব্দুল মান্নান খান, ধর্ম সম্পাদক জাহিদুর রহমান শিক্ষখ নেতা কাজী গোলাম ও সারোয়ার লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//৮ জুলাই-২০২২//