Print Date & Time : 11 May 2025 Sunday 8:25 am

মির্জাপুরে অসহায়দের ঈদ উপহার তুলে দিলেন সুজন


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে এলাকার অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শরিফুল ইসলাম সিকদার সুজন। তিনি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
আজ শনিবার তিনি জানান, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধির মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে জামা কাপড় ও শুকনো খাবার। গেল মহামারী করোনা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও তিনি অসহায়দের পাশে দাড়িয়ে সহযোগিতা করেছেন।