মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদাদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে বিদেশী পিস্তল এবং দেশীয় অস্ত্রসহ আরজু মিয়া (৪৫) নামে এক প্রবাসিকে গ্রেফতার করেছে পুলিশ।
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে আরজু মিয়ার বাড়ি। তার পিতার পিতার নাম মো. মজিবর রহমান।
গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) রাতে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে পিস্তল ও অস্ত্রসহ গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানার থানার পুলিশ অফিসার মো. আবুর বাশার মোল্লা জানিয়েছেন।
আজ শনিবার (১৫ এপ্রিল) মির্জাপুর থানার পুলিশ অফিসার জহিরুল ইসলাম জানান, আরজু মিয়া দীর্ঘ দিন কোরিয়া এবং পরে সৌদি আরব ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি তিনি দেশে চলে আসেন। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে পুলিশ আরজু মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় আরজু মিয়ার ঘরে ব্রিফকেসে লোকানো দুটি বিদেশী পিস্তল, তিটি ম্যাগজিন, চাপাতি, ছুরি, রাম দাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সারেহ মাসুদ করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সারেহ মাসুদ করিম বলেন, থানায় মামলা হয়েছে। রিমান্ডের আবেদন করে আসামীকে কোর্টে নেওয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//