মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।। টাঙ্গাইলের মির্জাপুরে ৭১ সদস্য বিশিষ্ট্ আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন নতুন মুখ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ চিত্র তুলে ধরেন। তবে বেশ কয়েকজন ত্যাগী নেতা বাদ পড়ায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদেরও কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
শনিবার উপজেলা আওয়ামীলীগের নেতৃবুন্দ জানান, গত শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জহের এমপির স্বাক্ষরিত কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন সাবেক ভিপি ও কর্মী বান্ধব নেতা মীর শরীফ মাহমুদ সভাপতি এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেনের পুত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করেছেন।
মুল কমিটিতে ২৫ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩৬ জনকে রাখা হয়েছে। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলার আওয়ামীলীগকে চাঙ্গা রাখতে এ বছর নতুন কমিটিতে নতুন মুখদের প্রধান্য দেওয়া হয়েছে।
নতুনদের মধ্যে যারা মুল কমিটিতে ঠাই পেয়েছেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, মঞ্জুরুল কাদের বাবুল। আইন বিষয়ক সম্পাদক শামীম কবির শামীম। কৃষি ও সমবায় সম্পাদক আলাউদ্দিন আল আজাদ। ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার। প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজু আহম্মেদ। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এ কুদ্দুছ। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুর রহমান লাবু। মহিলা বিষয়ক সম্পাদক পৌর মেয়র সালমা আক্তার শিমুল। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। যুব ও ক্রীড়া সম্পাদক মাববুব হোসেন ফিরোজ। শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আব্দুর রউফ। সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী খন্দকার আব্দুল মোমেন। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মাসুদ রানা মাসুম। সাংগঠনিক সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের আহবায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক শামীম আল মামুন। সহ-দপ্তর সম্পাদক টিপু, সহ-প্রচার সম্পাদক ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আওলাদ হোসেন এবং কোষাধক্ষ মীর লতিফ মাহমুদ।
৩৬ সদস্য বিশিষ্ট্ কার্যকরী সদস্য পদে স্থান পেয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, মেজর (অব.) খন্দকার এ হাফিজ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সিদ্দিকী খোকন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেনের সহধর্মীনী মিসেস ঝরনা হোসেন, মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, যুবলীগের সাবেক সভাপতি শাহিন আলম, বাবু সুনিল সারথী বর্মন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, মমতাজ বেগম, যুবলীগের সাবেক আহবায়ক জি এস সেলিম সিকদার, টাঙ্গাইল জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মীর মইন হোসেন রাজিব, ইমান আলী, খোরশেদ আলম এবং ইজ্জত আলী জনি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারন সম্পাদক ব্যরিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, নতুন কমিটিতে তৃণমুলের কর্মী বান্ধব ত্যাগী নেতা, সাবেক ও বর্তমান এমপি, পৌরসভার বর্তমান ও সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, সংগীত শিল্পী, শিক্ষকসহ সকল নেতাকর্মীদের সমন্ময়ে উপজেলা আওয়ামীলীগের পুনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে যা জেলা কমিটি অনুমোদন দিয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য//১৭ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post