টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তরুণ নেতা ব্যারিষ্টার হতাহরীম হোসেন সীমান্ত নৌকার টিকেট পেতে এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। তার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী আসনের চার বারের এমপি।
আওয়ামীলীগের বিগত ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি এলাকার বিভিন্ন গ্রাম, হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির, ক্লাবসহ বিভিন্ন অনুষ্ঠানে সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগ করে নৌকায় ভোট চাইছেন। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তিনি মির্জাপুর সদরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, আমার বা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ছিলেন এই এলাকার চার বারের এমপি। তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আমি তার সুযোগ্য সন্তান। মানুষের ভাগ্য উন্নয়ন ও দিন বদলের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা ও আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন এবং জনগনের ভাগ্যের পরিবর্তন। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশে রুপান্তর, বঙ্গবন্ধু ট্যানেল, রুপপুর পারমানিবক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পদ্মা সেতু নির্মান, ঢাকায় অত্যাধুনিক মেট্রো রেল প্রকল্প চালু, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মান, বিদ্যুৎ ব্যবস্থার আমুল পরিবর্তন ও উন্নয়ন, চিকিৎসা ও যোগাযোগসহ দেশে প্রতিটি সেক্টরে সুষম উন্নয়ন হয়েছে।
উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামীলীগ তথা নৌকাকে বিজয়ী করার জন্য এলাকাবাসিকে অনুরোধ জানান । এ সময় টাঙ্গাইল জেরা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান খান বাবুল, সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, মো. আমজাদ হোসেন, যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সবাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম সিয়া, স্বেচ্ছাসেবকলীগের নেতা মো. মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার নাহিদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ অক্টোবর ২০২৩

Discussion about this post