Print Date & Time : 31 July 2025 Thursday 3:52 am

মির্জাপুরে আওয়ামীলীগের শান্তি মিছিল

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন শান্তি মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) বেলা এগারটায় শান্তি মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর পুরাতন বাস স্টেশনের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের সহসভাপতি মেজর (অব.) খন্দকার এ হাফিজ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//