মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে চলছে আওয়ামীলীগের বর্ধিত সভা। দলের নেতাকর্মীদের সু-সংগঠিত করতে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে বর্ধিত সবায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক ছাড়াও এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বিআরডিবির চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।
আজ শনিবার (২১ মে) উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত জানান, আগামি ১৫ জুন উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা এবং তরফপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান মন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড ইতিমধ্যে ফতেপুর ইউনিয়নে আব্দুর রউফ, ভাওড়া ইউনিয়নে আমজাদ হোসেন, বহুরিয়া ইউনিয়নে আবু সাইদ মিয়া, লতিফপুর ইউনিয়নে জাকির হোসেন, আজাগানা ইউনিয়নে আব্দুল কাদের সিকদার এবং তরফপুর ইউনিয়নে নাজিম মোল্লাকে নৌকার টিকেট দিয়ে মনোনয়ন দিয়েছেন। ছয় ইউনিয়নে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যাতে কোন বিবেধ না থাকে সে জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওায়ামীলীগ ছয় ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের নিয়ে ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা এবং তরফপুর এই ছয় ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা করে যাচ্ছেন।
আজ শনিবার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া, সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম সহিদ মল্লিক ও নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর কাদের সিকদার প্রমুখ।

Discussion about this post