Print Date & Time : 15 May 2025 Thursday 12:49 pm

মির্জাপুরে আওয়ামীলীগের উপদেষ্টা সানিকে পাহাড় বাসির গণ-সংবর্ধনা


মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ইবিএল গ্রুপের চেয়ারম্যান এবং মধুমতি ব্যায়েকর স্পন্সর ডাইরেক্টর মো. রাফিউর রহমান খান ইউসুফজাই (সানিকে) গণ-সংবর্ধনা দিয়েছে পাহাড়বাসি এবং আওয়ামীলীগের সহযোগি সংগঠন। আজ শনিবার (২২ অক্টোবর) গোড়াই, বাঁশতৈল, আজগনা, লতিফপুর ও তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের আয়োজনে পাহাড়বাসি বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া খেলার মাঠ প্রাঙ্গনে এ গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন আলম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মো. রাফিউর রহমান খান ইউসুফজাই(সানি)। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান খাঁন ইউসুফজাই (রেমন), সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মো. আক্তার হোসেন, মো. ফরহাদ উদ্দিন আছু, মো. শহিদ মিয়া, মো. ওমর ফারুক, মো. হাসমত মিয়া, ছোবান খান, লুৎফর রহমান কলিন, খোরশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মো. রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি) বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা মানবতার মা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোড মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যহৃত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।