Print Date & Time : 23 April 2025 Wednesday 8:58 am

মির্জাপুরে আওয়ামীলীগের উন্নয়ন তুলে ধরে লিফলেট তিবরণ


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগের উন্নয়ন মুলক চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১২ মে) উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তের নের্তৃত্বে উপজেলা সদরের বিভিন্ন অলি-গলিতে সাধারণ জনগনের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. সাইদুর রহমান খান বাবুল, যুগ্ম সম্পাদক মো. আবু রায়হান সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম. উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সম্পাদক মীর মইন হোসেন রাজিব, আওয়ামীলীগ নেতা মীর চঞ্চল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাস সিয়ামনহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, সামনে মহান জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পুর্বে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নির্দেশে সাধারণ জনগনের মাঝে আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড লিফলেট বিতরনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। দীর্ঘ দিন ধরে তারা মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের অলিগলি এবং হাটবাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণসহ মতবিনিময় সভা এবং উঠান বৈঠক করে যাচ্ছেন।