Print Date & Time : 6 July 2025 Sunday 6:14 am

মির্জাপুরে আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রয়াত শিল্পী আব্দুল মোমেনের প্রতি শ্রদ্ধা


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সংগীত শিল্পী সাংবাদিক প্রয়াত খন্দকার আব্দুল মোমেনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা এবং গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনজাত করা হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সহসভাপতি ও হংকং শাখার আওয়ামীলীগের সভাপতি মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কালাম আজাদ লিটন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, মেজর (অব.) খন্দকার এ হাফিজ, আব্বাছ বিন হাকিম, এস এম মোজাহিদুর ইসলাম মনির, তৌফিকুর রহমান তালূকদার রাজিব, মাজাহরুল ইসলাম শিপলু, আমিনুর রহমান আকন্দ, জহিরুল ইসলাম জহির ও শামীম আল মামুন শামীম প্রমুখ।