মীর আনোয়ার হোসেন টুটুল : টাঙ্গাইলের মির্জাপুর তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে দুইটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় তিন কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।
গতকাল বুধবার রাত সারে ১২ টার দিকে এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুর ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সহায়তার আশ^াস দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা জানান, গতকাল বুধবার রাতে বৈদ্যুতিক সটশার্কিট থেকে পাথরঘাটা বাজারে সিকদার ও চেয়ারম্যান মার্কেটে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে মির্জাপুর ও সখীপুর উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। ভয়াবহ আগুনে দুইটি মার্কেটের আরিফ স্টোর, খান ফার্মেসী,তিন ভাই স্টোর, গফুর গার্মেন্টস, তাইবুর গার্মেন্টস ও একটি চালের গোডউনসহ ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ঈদের আগে ভয়াবহ আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তীক ব্যবসায়ীরা চরম বিপাকে পরেছেন।
এদিকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুর ইসলাম পাথরঘাটা বাজারে ক্ষতিগ্রস্থ্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী, বাজার কমিটিসহ আশপাশের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থসহ বিভিন্ন সরকারী সহায়তার আশ^াস দেন।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post