টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে ঘরবাড়ি ও গরু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পবিত্র সরকার ও তার পরিবারের মাঝে টাকা ও ঢেউটিন তুলে দিয়েছেন খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (২০ মে) উপজেলা পরিষদ চত্তরে এমপির ব্যক্তিগত উদ্যোগে অসহায় এই পরিবারের মাঝে নগদ টাকা ও ঢেউটিন তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ এস এম মোজাহিদুল ইসলাম মনির ও আমিনুর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, গত ১৪ এপ্রিল ওয়ার্শি ইউনিয়নের কাওলজানি গ্রামের পবিত্র সরকারের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কয়েকটি গরু পুড়ে মারা যায়।
খবর পেয়ে খান আহমেদ শুভ এমপি পবিত্র সরকারের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় এই পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমপির উদ্যোগে পরিবারকে ঘুরে দাড়ানোর জন্য পাঁচ বান্ডিল ডেউটিন এবং নগদ টাকা তুলে দেন।
টুটুল//দৈনিক দেশতথ্য//মে ১৯,২০২৩//

Discussion about this post