Print Date & Time : 22 August 2025 Friday 8:22 am

মির্জাপুরে আট ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোট গ্রহন পাঁচ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আজ শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। আগামী ৭ ডিসেম্বর মনোয়নপত্র জমা, ৯ ডিসেম্বর যাচাই বাছাই এবং ৫ জানুয়ারি-২০২২ মির্জাপুর উপজেলার আট ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে আজ শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
আজ শনিবার মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, মির্জাপুর উপজেলায় ১৪ ইউনিয়ন রয়েছে। ১৪ ইউনিয়ন পরিষদের মধ্যে ০৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মেয়াদ শেষ না হওয়ায় এগুলোতে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি-২০২২ নির্বাচন হচ্ছে ০১ নং মহেড়া, ০২ নং জামুর্কি, ০৫ নং বানাইল, ০৬ নং আনাইতারা, ০৭ নং ওয়ার্শি, ০৮ নং ভাতগ্রাম, ১০ নং গোড়াই এবং ১৩ নং বাঁশতৈল ইউনিয়ন পরিষদ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের সঙ্গে সমন্ময় করে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এদিকে আগামী ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মদ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।