Print Date & Time : 23 August 2025 Saturday 4:21 am

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত


মীর আনোয়ার হোসেন টুটুল
মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে সফলতা এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এবং মির্জাপুর উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনা মুলক বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তা শিমুল, উপজেললা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও শামীমা আক্তার শিফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।