Print Date & Time : 12 September 2025 Friday 6:04 pm

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেল উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অপিসার মো. নজরুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

দৈনিক দেশতথ্য//এইচ//