নিজস্ব প্রদিবেদক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ০৭ নং ওয়ার্শি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপিলে হাইকোর্টের নির্দেশনায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি মো. মাহবুব আলম মল্লিক হুরমহল। আজ সোমবার হাইকোর্টের নির্দেশনায় তিনি মনোয়নপত্র ফিরে পেয়েছেন বলে মাহবুব আলম মল্লিক হুরমহল জানিয়েছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন।
মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, ঋণ খেলাপির অভিযোগে গত ১৫ ডিসেম্বর রিটার্নিং অফিসার মাহবুব আলম মল্লিকের মনোয়নপত্র বাতিল ঘোষনা করেন। মনোয়নপত্র বাতিল ঘোষনা করার পর মনোয়নপত্র বৈধতা চ্যালেন্স করে তিনি হাইকোর্টে আপিল করেন। আজ সোমবার হাইকোর্ট তার মনোয়নপত্র বৈধ ঘোষনা করে চেয়ারম্যান পদে নির্বাচন পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঋণ খেলাপির কারনে তার চেয়ারম্যান পদে তার মনোয়নপত্র বাতিল করা হয়েছিল। যেহেতু মহামান্য হাইকোর্ট তার মনোয়নপত্র বৈধ ঘোষনা করেচেন। এখন তাকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে কোন বাধা নেই।
এ ব্যাপারে মাহবুব আলম মল্লিক হুরমহল বলেন, আমি নির্ধারিত সময়ের আগেই ব্যাংকের টাকা পরিশোধ করেছিলাম। আমাকে অন্যায় ভাবে হয়রানী করা হয়েছে। আমি ঋণ খেলাপি ছিলাম না। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতিক দিয়ে মনোনয়ন দিয়েছিয়েছেন। এলাকার জনগন এবং দলীয় নেতাকর্মীরা আমার পাশে রয়েছেন। আমি বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হতে পারবো।

Discussion about this post