Print Date & Time : 12 May 2025 Monday 4:29 pm

মির্জাপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরীর পূজামন্ডপ পরিদর্শন

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধূরী গতকাল শনিবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (আর পি সাহার) গ্রামের বাড়িতে পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

রাতে তিনি কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছালে কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ এবং টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলার বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আমীর খসরু মাহমুদ চৌধূরী কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ঘুরে দেখে মির্জাপুর সাহাপাড়া গ্রামে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামন্ডপ পরিদর্শন ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাবির মহসীন হলেল সাবেক জিএস ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ, সাধারন সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম মহসীন ও সভাপতি হযরত আলী মিঞা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি.) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, সম্পা সাহা, শ্রীমতি সাহা, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, এসিল্যান্ড মাসুদুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শনের পর আমীর খসরু মাহমুদ চৌধূরী বলেন, রংধনুর দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। আওয়ামীলীগকে দায়ী করে তিনি বলেন, ১৭ বছর তারা এ দেশকে কারাগার বানিয়ে রেখেছিল। সাধারণ জনগনের কোন মতামত ছিল না। এ দেশে খুন, গুম, অন্যায়-অত্যাচার, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল তাদের প্রধান টার্গেট। সবাইকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচনের মাধ্যমে এ দেশ এগিয়ে নিয়ে যাওয়ায়ই এখন বিএনপির মুল লক্ষ্য ও উদ্দেশ্য।