মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে আর পি সাহা ও তার পুত্র ভাবনী প্রসাদা সাহা রবির অপহরণ এবং ৭ মে গণহত্যা দিবস পালিত হয়েছে।
সকালে কুমুদিনী কমপ্লেক্সের আর পি সাহার সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমুদিনী পরিবারের সদস্যগন।
শ্রদ্ধা নিবেদনের পর আনন্দ নিকেতন ভবনের (মীর্জা হলে) এক শোক সভার আয়োজন করা হয়।
ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহ, শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় এবং নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস প্রমুখ।
অপর দিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তরে নবনির্মিত স্মৃতি স্তম্ভ অর্জনে ৭ মে গণহত্যা দিবসের শহীদদের স্মৃতির প্রতি পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার উনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post