Print Date & Time : 21 August 2025 Thursday 7:42 am

মির্জাপুরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক গুলশান আরা


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নে ভূমি মহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক গুলশান আরা। আজ শনিবার (২৮ মে) তিনি এ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, রেভিনিউ ডেপুটি কালেক্টটর হা-মীম তাবাসসুম প্রভা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ও সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের মোল্লা প্রমুখ ।
প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক গুলশান আরা আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ইউনিট ঘুরে দেখে উপকার ভোগিদের সঙ্গে কথা বলেন। কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন বলে কর্মকর্তাগন জানিয়েছেন।