Print Date & Time : 11 May 2025 Sunday 4:54 pm

মির্জাপুরে আ.লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ও প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ফ্রেন্ডস এসোসিয়েশন এবং মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ব্যারষ্টার সীমান্তকে এ ফুলেল শুভচ্ছা জানানো হয়। এ সময় বাঁশতৈল মো. খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফায়জুল ইসলাম তারা, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. আতিকুল ইসলাম সিকদার, উপজেরা বিআরডিবির ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, ব্যবসায়ী মো. হালিম সিকদারসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ৩১ মার্চ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মীর শরীফ মাহমুদকে সভাপতি এবং ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//