Print Date & Time : 11 May 2025 Sunday 1:13 am

মির্জাপুরে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেল চারটায় উপজেলা আওযামীলীগ মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সামনে আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এফবিআইসিসির পরিচালক ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি খান আহমেদ শুভ এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে এবং বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওায়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, আওায়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোশারফ হেসেন মনি প্রমুখ। অনুষ্ঠানে মির্জাপুর পৌসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সভাপতি- সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। পরে দোয়া ও কেক কাটা হয়।

দৈনিক দেশতথ্য//এল//