মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বদলী জনিত কারনে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে বিদায় ও নবাগত নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনকে বরণ করা হয়েছে। গতকাল রবিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে এ অনুষ্ঠান হয়। এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান সহিদ, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রধান শিক্ষখ সুলতান উদ্দিন, মো. খোরশেদ আলম, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর কাদরে সিকদার ও মাসুদুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Date & Time : 10 May 2025 Saturday 4:26 am